প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুকরী-মুকরীর চেয়ারম্যান আবুল হাসেম মহাজন
চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসার কারণে ভোলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল থেকেই চরফ্যাসন উপজেলার কুকরী-মুকরী ও চরপাতিলায় মানুষদেরকে সচেতন করে আশ্রয় কেন্দ্রগুলোতে আনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপি কর্মীদের সাথে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুকরী-মুকরীর চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
শনিবার দুপুর ১২টার মধ্যে সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসহ সাইক্লোন সেল্টার খোলা রাখার নির্দেশ দিয়েছেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
কুকরী-মুকরীর চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, এখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আসতে শুরু করেছে। সাইক্লোন সেল্টারসহ স্কুল-কলেজ মিলিয়ে ১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনো খাবার বিতরণসহ রাতের খাবারে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।
তিনি সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং সকলকে সচেতন হয়ে দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।