রাজধানীর উত্তরায় দুদকের অভিযান-অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
২ জেলা প্রশাসক ও ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্র প্রেরণ।
সাগর চৌধুরীঃ দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসী বিশ্বাস ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মীরাজের সমন্বয় আজ রাজধানীর উত্তরার ৯ নং সেক্টরের সুলতান চেয়ারম্যানের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
দুদক টিম উক্ত এলাকার বিভিন্ন বসত-বাড়িতে বেআইনি/অবৈধ গ্যাস সংযোগ থাকার প্রমাণ পেয়েছে। অভিযানকালে, একটি বাড়িতে দুইটি রাইজারে ১০টি সংযোগের স্থলে ১৩টি সংযোগ পাওয়া যায়। দুদক টিম তিতাসের কুড়িল জোন-০৯ এর সার্ভেইলেন্স কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অবৈধভাবে ব্যবহৃত অতিরিক্ত ০৩ টি গ্যাস সংযোগ বিছিন্ন করে সিলগালা করে দেয়।
উক্ত এলাকার বিভিন্ন বসতবাড়ির গ্যাস সংযোগগুলো বিস্তারিত যাচাই-বাচাই করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে নীতিমালা অনুযায়ী পেনাল্টি আরোপ করাসহ তিতাসের সংশিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে দুদক টিম।
এদিকে কুষ্টিয়ার খোকসা কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ বানিজ্য এবং কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসে দুদক অভিযোগ কেন্দ্র-১০৬ এ এরই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে আজ অভিযান পরিচালিত হয়।
কুষ্টিয়ার খোকসা কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে মর্মে দুদক টিম এর নিকট প্রতীয়মান হয়েছে। অভিযানকালে উক্ত কলেজের শিক্ষক কর্মচারী নিয়োগ ও কেনাকাটা সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করেছে দুদক টিম। উক্ত কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এবং অধ্যক্ষের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে মর্মে দুদক টিম এর নিকট প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে টিম পরবর্তী কার্যক্রম গ্রহণের সুপারিশ করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।
এছাড়াও, দুদক অভিযোগ কেন্দ্র-১০৬ এ আগত অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে প্রতিবেদন আকারে অবহিত করার জন্য জেলা প্রশাসক-নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক-খুলনা, এআইজি-সিআইডি, উপজেলা নির্বাহী অফিসার, নালিতাবাড়ি-শেরপুর, পীরগঞ্জ-ঠাকুরগাঁও, নাঙ্গলকোট-কুমিল্লা, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ এবং চরফ্যাশন-ভোলা গণকে পত্র প্রেরণ করা হয়েছে।
দুদক প্রধান কার্যালয় জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেন।