আজ থেকে সারাদেশে ইলিশ ধরতে ২২ দিনের নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদকঃ দেশের অভ্যন্তরীন নদ-নদী ও বঙ্গোপসাগরে মঙ্গলবার রাত ১২টা থেকে (৯ অক্টোবর) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত (২২ দিন) মাছ ধরা বন্ধ থাকবে। মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার রাত ১২টা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশসহ সব ধরনের ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।
মা ইলিশ রক্ষায় ২২ দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।
মন্ত্রণালয়ের মৎস্য-২ অধিশাখার ইলিশ ধরা বন্ধের ঘোষণা আসার পর থেকেই ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা মৎস্য দপ্তর। জনসচেতনতা তৈরি করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে।
মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ‘প্রজনন বৃদ্ধিতে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও মজুদের ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ জন্য ইতোমধ্যে তারা লিফলেট বিতরন, পোস্টারিং, মাইকিংসহ ব্যাপক প্রচারনা চালিয়েছেন। তাছাড়া এসময় তালিকাভুক্ত জেলেদের প্রত্যেকে ২০ কেজি করে চাল পাবেন।