ভোলার বোরহানউদ্দিনে ২ জন কীটনাশক বিক্রেতার ২৩ হাজার টাকা জরিমানা।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে অবৈধ ভাবে সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত আশ্রাফ উদ্দীন ও শাহিন নামক দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করে।
মঙ্গলবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার ও মতিয়ার মার পুকুর এলাকায় এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, খালেদা খাতুন রেখা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করে আসছে এক শ্রেণির অবৈধ ব্যবসায়ীরা। বোরহানউদ্দিন কৃষি বিভাগ বিভিন্ন সময় নিয়ম নীতির মধ্যে থেকে তাদেরকে ব্যাবসা করার কথা জানান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার এর সমন্ময়ে একটি টিম অভিযানে পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে।
নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাহিন ও আশ্রাফকে যথাক্রমে ২০ ও ৩হাজার টাকা করে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত কীটনাশকগুলো বুধবার বিনষ্ট করা হবে।