স্বাধীনতা এবং বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপস  করবে না – উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

PicsArt_09-17-05.13.18.jpg

দেশপ্রেম ও বঙ্গবন্ধু প্রশ্নে আপস নেই।

স্বাধীনতা এবং বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপস  করবে না –
উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আমাদের সবাইকে দেশপ্রেমীক হতে হবে। শিক্ষার্থী, তোমরা দেশপ্রেম, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপস  করবে না।

মঙ্গলবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। নইলে আমরা এমপি, মন্ত্রী কিছুই হতে পারতাম না। তার সুযোগ্যকন্যা দেশকে শিক্ষায়, অর্থনীতিসহ সবক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করেছেন। নারীর ক্ষমতায়নে তার জুড়ি নেই।

সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য যা যা দরকার সবই এদেশে আছে। আগে যেখানে বই পেতে আমাদের ৬ মাস লাগত, এখন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়। দেশে বই উৎসব হয়। তোমরা ভালো করে পড়াশোনা কর, মানুষের মত মানুষ হও, তোমাদের মধ্যেই আগামী দিনের বাংলাদেশ দেখি।

রাজনীতি এবং সাংবাদিকতা দুটোই ঝুঁকিপূর্ণ মন্তব্য করে উপমন্ত্রী বলেন, সাংবাদিকদের সব সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। একইভাবে অনেক কাঠখর পুড়িয়ে হতে হয় রাজনীতিবিদ। সাংবাদিকরা যেমন রাজনীতিবিদদের দরদ বুঝেন তেমনি রাজনীতিবিদরাও সাংবাদিকদের দরদ বুঝেন।  এ সময় তিনি ডিআরইউয়ের সব কর্মকাণ্ডে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক।

সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক ও ডিআরইউয়ের অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক কবির আহমদে খান ও উপ-কমিটির সদস্য সচিব ও সংগঠনের কল্যাণ সম্পাদক কাওসার আজম।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ডিআরইউয়ের এ ধরনের কর্মসূচিতে সব সময় পাশে থাকার কথা জানান।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ডিআরইউয়ের এ ধরনের কর্মসূচিতে সব সময় পাশে থাকার কথা জানান।

অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র, ক্রেস্ট ও  নগদ অর্থ তুলে দেন।

২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে এ বছর পুরস্কার দেয় ডিআরইউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top