ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে জাতীয় নিরাপত্তা সেলে নিয়োগ।

190721_002232_361.jpg

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে জাতীয় নিরাপত্তা সেলে নিয়োগ।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিন বছরের চুক্তিতে এই পুলিশ কর্মকর্তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে আগামী ১৪ সেপ্টেম্বর যোগ দিতে ঈদের ছুটির মধ্যে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, ১৪ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।

‘নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি’র অধীনে কাজ করবে এই সেল। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন এই কমিটি গত ২২ মে পুনর্গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেয়।

দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতির মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও সুপারিশ করে এই কমিটি।

সেলের দায়িত্বে আসা আছাদুজ্জামান ৩২ বছরে চাকরি জীবন শেষে গত ১৩ অগাস্ট অবসরে যাচ্ছিলেন। তখন তাকে আরও এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

আগামী ১৩ সেপ্টেম্বর সে চুক্তি ফুরিয়ে গেলে নতুন চুক্তিতে নতুন দায়িত্ব শুরু করবেন এই পুলিশ কর্মকর্তা।

আছাদুজ্জামানের উত্তরসূরি হিসেবে ইতোমধ্যে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শফিকুল ইসলামকে।

চাকরিজীবনের শেষ সাড়ে চার বছর ঢাকার পুলিশ কমিশনারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী আছাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালের ১৪ অগাস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায়।

তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার হওয়ার আগে সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পাশাপাশি হাইওয়ে পুলিশের ডিআইজিও ছিলেন।

ডিএমপি কমিশনার হিসেবে তার দায়িত্ব পালনের সময় জঙ্গি দমনে পুলিশের সাফল্য প্রশংসিত হয়। অপরাধীদের উপর নজরদারি সহজ করতে ঢাকার ৭২ লাখ ভাড়াটিয়ার ডেটাবেজ তৈরির মত স্পর্শকাতর কাজটিও তার সময়েই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top