ইভটিজিং রোধে বোরহানউদ্দিনে ঝটিকা অভিযান।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ব্যাটরি চালিত অটোরিকশা বোরাক স্ট্যান্ড থাকার কারণে স্কুলের ছাএীরা ইভটিজিং এর শিকার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার গত কয়েক দিন ধরে বোরাক চালকদের কে বারবার নিষেধ করা সত্বে ও বোরাক স্ট্যান্ড সরানো হচ্ছে না।
বোরাক চালকদের সাথে বখাটে ছেলেদের সখ্য থাকায় স্কুলের ছাএীরা ইভটিজিং এর শিকার হচ্ছেন। এমনকি স্কুল চলাকালীন সময়ে বোরাক চালকরা ও বখাটে ছেলেরা সেখানে দাঁড়িয়ে ধুমপান করে সিগারেটের ধোঁয়া একজন আরেক জনের দিকে ফুকে দেয়। বোরাক চালকদের হাতে স্কুলের কোমলমতি ছাএীরা নিরাপদ নয়।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ডাকবাংলোর সামনে বোরাক স্ট্যান্ড হওয়ার দরুন আগত অতিথিদের গাড়ী পার্কিং করতে সমস্যার সম্মুখীন হতে হয়।
আজ সকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যাটারী চালিত বোরকা আটক করে বোরহানউদ্দিন থানায় সোপর্দ করেন।
তিনি সকল বোরাক চালকদের সর্তক করে বলেন বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বোরাক পার্কিং করা যাবে না।
এরপর উপজেলা নির্বাহী অফিসার বোরহানউদ্দিন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও অভিযান পরিচালনা করেন। বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের থেকে ইভটিজিং এর ব্যাপারে খোঁজ খবর নেন পরামর্শ প্রদান করেন।