ভেঙ্গেছে সেতু : দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান।

20190711_133217.jpg

ভেঙ্গেছে সেতু : দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান।

কুড়িগ্রামে নির্মানের সামগ্রী ব্যবহার করে ব্রিজ নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, রংপুর -এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ (২৭/০৮/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে অভিযানে দুদক টিম দেখে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে একটি সেতু নির্মাণ শেষ হওয়ার তিন মাস অতিক্রান্ত হওয়ার পূর্বেই ভেঙে পড়েছে। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে এলাকাবাসী তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এমনটি দেখা যায়। ঘটনাস্থল পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে উক্ত ব্রিজ নির্মাণে অত্যন্ত নি¤œমানের কাজ এবং ব্যাপক অনিয়ম হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। টিম এ অনিয়মের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।

একই টিম ফুলবাড়ী উপজেলার খাস মালিকানাধীন পুকুর খননের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে। টিম জানতে পারে, ফুলবাড়ী উপজেলার সরকারি খাস পুকুর ও ১৪টি ব্যক্তি মালিকানাসহ মোট ২৪টি পুনঃখনন স্কিম বাস্তবায়নের জন্য গঠিত (এলসিএস)-এর সুফলভোগীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। তবে অধিকাংশ পুকুর খননের কাজ শেষ না হতেই বিল উত্তোলন করা হয়েছে এরূপ অভিযোগ পায় দুদক টিম।

টিম সকল পুকুর খনন সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশনের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এদিকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সরকারি বনের গাছ কেটে ফেলে লবন চাষের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) অভিযোগ আসে, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্য উপকূলীয় বালুরচর এলাকার লবনের মাঠের পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০০টি সরকারি বনের প্যারাগন গাছ কেটে ফেলে সেই জমি দখলপূর্বক লবণ চাষের জন্য ব্যবহার করছেন। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে গতকাল (২৬/০৮/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অভিযান পরিচালনাকারী টিম এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বনবিভাগ, স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগকে অনুরোধ করেছে।

এছাড়াও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে, পাসপোর্ট প্রদানে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগে এবং ফেরিঘাটের ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে অবৈধভাবে আত্মসাতের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ ও সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে আজ তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top