খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ৩ জন।

PicsArt_08-26-06.12.03.jpg

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ৩ জন।

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের ৩ সদস্য নিহত হয়েছে।

আজ সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি ‘স্ক্রল শিরোনাম’ দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীতপন্থি) সন্ত্রাসীদের সঙ্গে টহলরত সেনা সদস্যদের গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

এর আগে রোববার রাতে আইনশৃঙ্খলাবাহিনী এই তিনজনকে গ্রেফতার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ইউপিডিএফের প্রচার শাখার প্রধান নিরন চাকমা। তিনজন হলেন– দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭) এবং পাবলাখালী এলাকার ভুজেন্দ্র চাকমা (৫২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top