ভারতীয় ক্রিকেট দলকে হত্যার হুমকি, আটক একজন।

20190824_194605.jpg

ভারতীয় ক্রিকেট দলকে হত্যার হুমকি, আটক একজন।

ভারতীয় ক্রিকেট দলকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ই-মেইলে দলকে হত্যার হুমকি সংক্রান্ত একটি মেইল পাঠানোর অভিযোগে মহারাষ্ট্র পুলিশের এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) আসাম থেকে এ ব্যক্তিকে গ্রেফতার করে।



এক রিপোর্টে বলা হয়, আসাম পুলিশের সহায়তায় এটিএস গত মঙ্গলবার ব্রজমোহন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ভারতীয় ক্রিকেট দলক হত্যা করা উল্লেখ করে গত ১৬ আগস্ট বিসিসিআইকে মেইল করে অভিযুক্ত ব্যক্তি। গ্রেফতারকৃত ব্যক্তি যে আইপি ঠিকানা থেকে ইমেইল করেছিল এটিএস কর্মকর্তারা সেটি চিহ্নিত করেছেন।




তদন্তে দেখা যায়, ব্রজমোহন একই অপরাধ বারবার করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে এমন ধরনের ইমেইল পাঠিয়েছেন।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ভারতীয় দলকে হত্যার হুমকি সম্বলিত একটি ইমেইল কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডও পেয়েছিল। বিষয়টি পিসিবি তাৎক্ষণিকভাবে আইসিসিকে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top