দুদকের বরখাস্ত পরিচালক বাছির কে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ প্রতিনিধিঃ ডিআইজি মিজানুর রহমানের সাথে ঘুষ কেলেঙ্কারি মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সোমবার (২২ জুলাই) রাতে গ্রেফতার করা হয়েছে।
তার আইনজীবী কামাল হোসেন বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুসসালামের লালকুঠি এলাকার তার এক আত্মীয়ের বাসা থেকে বাছিরকে গ্রেফতার করেছে দুদক।
এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে একাধিকবার অভিযান চালায়।
আইনজীবী বলেন, বাছিরকে রাতে রমনা থানায় রাখা হবে। মঙ্গলবার (২৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছির সহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করে দুদক।
ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ লেনদেন নিয়ে কথোপকথনের অডিও র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়ছিল।