এক বছর মেয়াদ বাড়ল মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন আহমেদকে আরও ১ বছরের চুক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে রাখছে সরকার।
আজ বৃহস্পতিবার তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, ২১ জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন মোঃ জামাল উদ্দীন আহমেদ।
জামাল উদ্দীন ২০১৭ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি পদে যোগদান করেন।
জামাল উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক (সন্মান) এবং লোকপ্রশাসন বিভাগ থেকে ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সিভিল সার্ভিসে যোগ দেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্বে আসীন হয়ে তিনি বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন।