তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “উর্বশী”।

PicsArt_09-16-10.10.09.jpg

উর্বশী
মোঃ আঃ কুদদূস

আজি প্রভাত মোর কাটিল মায়ায়
মায়াহীন এক দুর্বোধ্য ছায়ায়
শুধু আলতো ছোঁয়ার আশায়।

কোকিলের অবিরাম কুহুকুহু ডাকে
ফাগুনের পর আসছে বৈশাখে
দেখা হবে যদি তোমার মনে থাকে।

এই প্রভাতের কলি সেই প্রভাতে
ফুটিবে হাজার পুষ্পের পাঁপড়িতে
শুধু বেদনা ভুলানো তোমার চাহনিতে।

দীঘল নিশীথ পেরিয়ে চলেছি মুসাফির
রিক্ত হাতে তবুও যে নয় নতশীর
শুধু যে প্রেরণা তোমার জিন্দেগীর।

আজি নিস্তব্দ প্রভাত মোর মমতা ছাড়া
দূর আকাশটা কালো মেঘে ভরা
শুধু একটা ‘তুমি’র অভাবে ছন্নছাড়া।

কবে আবার প্রভাত জুড়ে ‘তুমি’ হবে
‘তুমি’ জুড়ে আমার স্বপ্ন ছড়াবে
শুধু ‘তুমি’টায় নতুন স্বপ্ন বিভোর র’বে।

আজি প্রভাতে রাঙা আলোয়ে তব মুখ
কাটে শত যাতনা আর শত দুঃখ
শুধু তোমাতে বিলীন মোর এই বুক।

প্রভাত আলোতে তোমারে হেরিতে বসি
আঙিনা মোর একা বেড়াই চষি
শুধু তুমি মোর হবে কি, ওহে উর্বশী।

২৪ ফেব্রুয়ারি ২০১৯
সমিল মুক্তক ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top