ভোলা ১ আসন বিএনপি প্রার্থী গোলামনবী আলমগীর এর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

PicsArt_11-26-07.13.05.jpg

ভোলা ১ আসন বিএনপি প্রার্থী গোলামনবী আলমগীর এর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হবার পর নির্বাচন কমিশনে প্রথম বারের মত আপিল শুনানি হয় গতকাল বৃহস্পতিবার।

আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ৩৭ জন প্রার্থী।

এ ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভুক্ত দলের কয়েকজন প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় রয়েছে বেশ কয়েক জন।

এবারের প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের বাদ পড়া একমাত্র প্রার্থী আবদুল মান্নান (ঝিনাইদহ-৪)।

প্রথম দিনে ১৬০ জনের শুনানি হয়। এর মধ্যে ৮০ জন তাঁদের প্রার্থিতা ফিরে পায় বৃহস্পতি বার, ৭৬ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। বাকি চারজনের সিদ্ধান্তের বিষয়টি স্থগিত অবস্থায় রয়েছে ইসিতে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের দশম তলায় স্থাপিত এজলাসে এই শুনানি হয়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানি শোনেন বৃহস্পতিবার।

সেই সাথে আজ শুক্রবার সকালে ভোলা-১ বিএনপি প্রার্থী গোলামনবী আলমগীর এর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top