ভোলার বোরহানউদ্দিনে আকর্ষনীয় ‘ঘুড়ি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে । বোরহানউদ্দিন সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা “ঐক্য ও বন্ধুত্বের প্রতীক” এ ঘুড়ি উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের এমপি অালহাজ্ব আলী আজম মুকুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, তার স্ত্রী রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা । ঘুড়ি উৎসবের বিচারক মণ্ডলির মধ্যে ছিলেন আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাসেম, জেলা পরিষদ সদস্য শাহজাদা তালুকদার ও কায়কোবাদ মিয়া।
বোরহানউদ্দিনের ঘুড়ি উৎসব, বাংলার ঐতিহ্যবাহী এ উৎসবে শত শত মানুষের দেখতে আসেন। ঘুড়ি উৎসব সম্পর্কে জানতে চাইলে অালহাজ্ব আলী আজম মুকুল বলেন, ছেলেবেলায় ঘুড়ি ছিল আমাদের প্রান। স্কুল পালিয়ে অনেক দিন ঘুড়ি উড়িয়েছি।
পরে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।