বেদনার্ত বোশেখ
মোঃ আঃ কুদদূস
এবারের বৈশাখে শুভ নববর্ষে, সব ছিলে হেথায়, শুধু তুমি ছাড়া
বেদনায় নীল হয়েছি বারবার, মুখ খুলে দেই নি কাউকে এতটুকুন সাড়া
একবারও ঠুকরে কাঁদি নি সমুখে সবার, হয়ত কেউ ভাববে ছন্নছাড়া,
ভাল হত যদি গুণতাম, নির্জন চরে বসে, আকাশের লক্ষ তারা।
দিকে দিকে, লোকে লোকে, নতুন পোষাকে, করে কত খেলা,
সারা দিনমান আকাশে বাতাসে উড়ে বেড়ায় আনন্দ মেলা,
আমারও শখ জাগে, এই হৃদয় গুলবাগে, হেরিতে তব মুখ,
তুমি থাকলে হেথায়, বেলা কেটে যায়, আনন্দে ভরে রয় বুক।
এখান হতে সহস্র মাইল দূরে তুমি আজ হয়ে আছো নির্বাক,
হৃদয়ে রক্তক্ষরণ হয়, নিরালায় বসে, ভেবে ভেবে হয়ে যাই অবাক!
কখন কিভাবে, মনের অজান্তে, বিনি সুতোয়ে বেঁধেছি তোমায়
মনের মুকুরে হেরি, নিষ্পাপ মুখ তোমার, ভালোবাসার ডানায়।
আমি বুঝি নাই, বুঝতে পারি নাই, বুঝার উপায় ছিল না আমার
শত সহস্র মধূর স্মৃতি নিয়ে, কেটে যাবে পহেলা বৈশাখ এবার
অনুভবের অলিন্দে, তুমি এই জনপদে, কতোটা যে আছ জুড়ে
কে, কোথায় পাবে এমন- প্রেমের বাগান, সপ্ত স্বর্গ-মর্ত ঘুরে?
লক্ষ প্রাণের কোটি মায়ায়, তুমি ফিরে আসবে হেথায়, এই সবুজ তটে
তবুও শংকায় আছি আমি, কখন আবার কোথায় কী যায় ঘটে!
এত তো প্রেম, এত তো ভালোবাসা, কখনোই যেতে পারে না জলে ভেসে
ভালোবাসার জয়, হবে নিশ্চয়, তুমি ফিরে আসবে বীর বাঙালির বেশে।
তুমি না ফিরলে, মোদেরে আগলে রাখলে, কিভাবে বাঁচবে এত শত প্রাণ?
শত কথার হাজারো ভীড়ে, মেঘনা তেতুলিয়ার তীরে, তুমি যে অম্লান।
সব বিপদ কেটে, সকালের সোনালি রোদে, হেরিব তোমার শাশ্বত হাসি
সময় কেটে যাবে, কিন্তু অমলিন রইবে মোদের শত ভালোবাসা বাসি।
সমিল মুক্তক ছন্দ
১৫ এপ্রিল ২০১৮
বোরহানউদ্দিন