দৌলতখানে টুটুল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। 

2222222222222222-4.jpg

ভোলার দৌলতখানে টুটুল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। 
“দৌলতখানে আজ টুটুল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট যাকে নিয়ে আয়োজন তিনি সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক, আমার বড় ভাই তিনি সরক দুর্ঘটনা মারা জান, তার স্মৃতির স্বরণে আজ এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। আমি চাই আমার বড় ভাইয়ের মত দৌলতখানের যুব সমাজের ক্রিকেট খেলা প্রেমী, সবাই এক সময় জাতীয় দলে খেলবে, তাদের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাই খেলা ও সাংস্কৃতিক প্রতি মাননীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধির দৃষ্টি রাখেন। এবং আজ বাংলাদেশের ক্রিকেটদল কে বিশ্ব ছোট দল হিসেবে দেখেনা।”  মঙ্গবার সকাল ১০ টা ৪০ মিনিটে দৌলতখান আমির জাং গজনবী ইষ্টুডিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে ভোলা-২ (দৌলতখান -বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি এসব কথা বলেন।
ফাইনাল খেলায় মুজিব সেনা পরিষদ বনাম সৈয়দপুর স্পংটিন ক্লাব অংশগ্রহণ করেন। সৈয়দপুর স্পটিন ক্লাব প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২৫ ওভার এ অলউইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেন সৈয়দপুর ইস্পটিন ক্লাব। অপর দিকে মজিব সেনা পরিষদ ২০ ওভার ৪ বল শেষে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১৬০ রান সংগ্রহ করে জয়লাভ করেন। দৌলতখান টুটুল স্মৃতি ক্রীড়া ঐক্য পরিষদ আয়োজনে ও উপজেলা ক্রীয়া সংস্থার সার্বিক সহযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
ভোলার দৌলতখানে টুটুল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বক্তব শেষে তিনি চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ৪০০০০ ( চল্লিশ হাজার টাকা) ও রানার্স আপ দলের জন্য ৩০০০০ ( ত্রিশ হাজার টাকা ত ও গোল্ডকাপ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা ক্রিয়া সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলামনবী নবু, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এস ভুট্টু তালুকদার, ওসি এনায়েত হোসেন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top