সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ

Picsart_24-11-03_08-33-29-506.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণে সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ও ৮ মহানগর এলাকায় হেল্পলাইন চালুকরার নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান বিচারপতি সকল অধস্তন আদালত ট্রাইব্যুনালের সাথে সকল নাগরিকের বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, নানাবিধ অনিয়ম দূরীকরণে ৬৪ জেলায় ও ৮ মহানগর এলাকায় হেল্পলাইন চালু করার জন্য সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেলার/মহানগর এলাকার সকল অধস্তন আদালত এই হেল্পলাইনের আওতাভুক্ত থাকবে। দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ/বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহকে ধাপে ধাপে এই হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে।

হেল্পলাইন চালুর বিষয়ে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন এবং একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনসহ এই কমিটি বিচারপ্রার্থী জনগণের অনুকূলে হেল্পলাইনের মাধ্যমে সেবার মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জজশীপের জেলা ও দায়রা জজ প্রযোজ্য ক্ষেত্রে মহানগর দায়রা জজ-এর মাধ্যমে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রেরণ করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ৬৪ জেলায় ও ৮ টি মহানগর এলাকায় হেল্পলাইন চালুকরণে প্রত্যেক জেলা জজশীপের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ বরাবর একটি মোবাইল ফোন এবং সীমকার্ড অত্র কোর্ট কর্তৃক সরবরাহ করা হবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে প্রচারের উদ্যোগ নিয়ে হেল্পলাইন নাম্বারটি অধস্তন আদালতের সকল শাখার সামনে এবং আদালত প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।  

আরও সংবাদ পড়ুন।

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি

আরও সংবাদ পড়ুন।

আওয়ামী লীগের নিয়োগ – দুদকের ১৩৫ আইন কর্মকর্তা এখনো বহাল: মামলা পরিচালনায় ধীরগতি

আরও সংবাদ পড়ুন।

আগামীকাল রবিবার থেকে হাইকোর্টের ৪৮টি বেঞ্চে বিচারকাজ শুরু

আরও সংবাদ পড়ুন।

হাইকোর্টের ১৩ বিচারপতি নিম্ন আদালত পর্যবেক্ষণের দায়িত্বে

আরও সংবাদ পড়ুন।

তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলমান : চিফ প্রসিকিউটর

আরও সংবাদ পড়ুন।

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি

আরও সংবাদ পড়ুন।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া প্রস্তুত

আরও সংবাদ পড়ুন।

পৃথক সচিবালয়ের খসড়া চূড়ান্ত – প্রধান বিচারপতির হাতে থাকবে সার্বিক নিয়ন্ত্রণ

আরও সংবাদ পড়ুন।

বিচারপতি কাজী জিনাত হক হলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান

আরও সংবাদ পড়ুন।

বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছি : প্রধান বিচারপতি  

আরও সংবাদ পড়ুন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ: অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে গঠিত

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা বিষয়ে প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন

আরও সংবাদ পড়ুন।

হাইকোর্টের বিচারপতি নূর উদ্দিনের পদত্যাগ

আরও সংবাদ পড়ুন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কাউন্সিলের মাধ্যমে, অধ্যাদেশ জারি

আরও সংবাদ পড়ুন।

‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top