বরিশালে সাংবাদিকদের ওপর হামলা-ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

Picsart_24-12-17_09-45-46-009.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বরিশালে সাংবাদিকদের ওপর হামলা-ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

কাজী আল-আমীনঃ বরিশাল আদালতের প্রধান ফটকে সাংবাদিকদের ওপর হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ২২ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যে ১২ জন নামধারী ও অজ্ঞাত ১০ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, আদালতের গেটে সাংবাদিকের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এজাহার পেয়েছি। সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, সাংবাদিকরা কোনো দলের নয়, তারা তাদের কাজ করবে—এটাই স্বাভাবিক। সেই কাজে বাধা দেওয়া, সাংবদিকদের মারধর করা এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়া, ক্যামেরা-মোবাইল ভাঙচুর করার মতো সন্ত্রাসী কার্যক্রম কেউ করে পার পেয়ে যেতে দেওয়া যাবে না। তাই আমরা আইনগতভাবে যেমন বিষয়টি দেখেছি, তেমনি সন্ত্রাসীর বিচারও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর কাছে দাবি করেছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে পেশাগত দায়িত্ব পালনে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০/২২ জনের একটি দল সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুল ইসলামকে গাড়ি থেকে নামিয়ে মারধর করাসহ, ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর করা এবং নগদ টাকা লুটে নেয় হামলাকারীরা।

পাশাপাশি আদালতের প্রধান ফটকেই সাংবাদিকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

আরও সংবাদ পড়ুন।

গৌরনদী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সভাপতি কাজী আল আমিন ও সম্পাদক সাঈদ

আরও সংবাদ পড়ুন।

গৌরনদী’র সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা সুধাংশু কুমার ও তার স্ত্রী পরমিতার বিরুদ্ধে – দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top