ভোলায় মালামাল ও নগদ টাকা লুট করে দোকানঘর জবরদখল করার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

Picsart_25-03-28_15-38-12-726.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ভোলায় মালামাল ও নগদ টাকা লুট করে দোকানঘর জবরদখল করার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধিঃ ভোলার উপ-শহর বাংলাবাজারের মসজিদ মার্কেটে রাহাতুল ফ্যাশন নামের একটি দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে দোকান ঘর জবরদখল করে নেয়ার প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভোলা শহরের একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আদালতে দায়ের করা মামলার অভিযোগ ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মোঃ ইলিয়াস জানান, সে ১৮ বছর পূর্বে তৎকালিন মসজিদ মার্কেটের কমিটি থেকে ওই মার্কেটের ২২ নাম্বার দোকানটি ভাড়া নেয় ব্যবসা করার জন্য।

সে গত ১৮ বছর যাবৎ ওই দোকানটিতে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করে থাকলেও কিছুদিন পূর্বে তার ব্যবসা ও দোকানের উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় একটি দখলবাজ ও সন্ত্রাসী চক্রের লোকদের।

বিগত দিনে এ চক্রের লোকেরা ইলিয়াসকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। গত ২৫ মার্চ ২০২৫ইং তারিখ বিকেল ৪টার দিকে ইলিয়াস দোকান বন্ধ করে বাসায় গেলে ওই এলাকার বজলুর রহমানের ছেলে মোঃ মিজানের নেতৃত্বে মোঃ মাঞ্জুর বিশ্বাস, সবুজ, জুয়েল, মঞ্জুর বিশ্বাস, আলম মেম্বার, ইব্রাহীম দেওয়ান, ছোটন টনি, জসিম টনি, নুরে আলম ও আলআমিনসহ একটি সন্ত্রাসী দল ইলিয়াসের রাহাতুল ফ্যাশন দোকানটির ৬টি তালা গ্রান্ডিং মেশিন দিয়ে কেটে অনাধিকার ভাবে দোকানে প্রবেশ করে।

এ খবর পেয়ে দোকান মালিক ইলিয়াস বাসা থেকে ছুটে এসে এর কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার সাথের লোকজনকে মারধর করে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা ওই দোকানে থাকা দামীয়ও মালামাল, নগদ ২লাখ বিশ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

পরে স্থানীয়রা দোকান মালিক ইলিয়াসকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভির্তি করে।পরে আহত ভূক্তভোগীর পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করলে ঘটনার দিন রাতে পুলিশ এসে সে দোকানে নতুন করে তালা লাগিয়ে দোকানটি বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের সাবধান কর যায়, থানায় বসে শালিশি ফয়সালা না হওয়া পর্যন্ত এ দোকান না খোলার জন্য।

কিন্তু পুলিশ চলে যাবার পর পরই সন্ত্রাসীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দোকানের নাম পরিবর্তন করে সাটারে নতুন নাম লিখিয়ে দোকানটি যবরদখলে নিয়ে যায়।

এমতাবস্থায় ভূক্তভোগী ইলিয়াস বাদী হয়ে ২৭/0৩/২৫ইং তারিখে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই দোকানটি, নগদ টাকা ও মালামাল ফিরে পাওয়ার জন্য তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তপেক্ষ কামানা করেণ, ভূক্তভোগী ইলিয়াস ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top