২০২২ সালের ১৫ মে বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক।
সাগর চৌধুরীঃ বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। মনিরুলের বিরুদ্ধে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সোমবার (৪ নভেম্বর ২০২৪) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে মনিরুলকে আগামী ৬ নভেম্বর হাজির হতে অনুরোধ করা হয়েছে।
এর আগে ২০২২ সালের ১৫ মে বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক।
সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে পরিচালিত এনফোর্সমেন্ট টিমের অভিযানে প্রাথমিক সত্যতা মিলেছিল।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের ১৪টি উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার সঠিকভাবে কাজটি সম্পন্ন না করায় প্রথমে সম্পূর্ণ বিল প্রদান না করে আংশিক বিল প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্প পরিচালক হিসেবে মনির আহমেদ দায়িত্ব পাওয়ার পর ঘুষের বিনিময়ে ঠিকাদারকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকার বিল দিয়ে দেন।
অভিযোগে আরও বলা হয়েছে, উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব- স্টেশন বসানোর কথা থাকলেও পুরাতন সাব-স্টেশনের সঙ্গে নতুন সরবরাহকৃত মালামাল মিলিয়ে মাত্র একটি সাব-স্টেশন চালু করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব- স্টেশন বসানোর কথা থাকলেও পুরাতন সাব-স্টেশনের সঙ্গে নতুন সরবরাহকৃত মালামাল মিলিয়ে মাত্র একটি সাব-স্টেশন চালু করেন।
অথচ থাকার কথা ২টি সচল সাব-স্টেশন। একটি পুরাতন ১৫০/২০০ কেডিএ সাব-স্টেশন এবং ডিজিটাল ট্রান্সমিটারের জন্য নতুন সাব-স্টেশন। কিন্তু ঠিকাদারের সরবরাহকৃত নিম্নমানের মালামাল দিয়ে ২৫০ কেভিএ সাব-স্টেশন চালু হয়নি এবং পুরাতন সাব-স্টেশন ভবনে ২টি ট্রান্সফরমার একই সঙ্গে চালু থাকার কথাও দরপত্রে ছিল না।
আরও সংবাদ পড়ুন৷
আরও সংবাদ পড়ুন৷
আরও সংবাদ পড়ুন৷
সরকারের ২১ কোটির টাকা আত্মসাৎ – বিটিভির জিএম মাহফুজার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
আরও সংবাদ পড়ুন৷
বাংলাদেশ টেলিভিশন এর প্রধান প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে – দুককের অভিযান
আরও সংবাদ পড়ুন৷
আরও সংবাদ পড়ুন।
তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর