গোপাল কৃষ্ণ দেবনাথ হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী
সাগর চৌধুরীঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পেয়েছেন গোপাল কৃষ্ণ দেবনাথ।
রবিবার (২০ অক্টোবর ২০২৪) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে কর্মরত সিনিয়র কর্মকর্তা গোপাল কৃষ্ণ দেবনাথকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ দেওয়া হলো।
এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন চাকরি থেকে অবসরে গেছেন ১৯ অক্টোবর। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন গোপাল কৃষ্ণ দেবনাথ।