ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগে, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদক।
অভিযানকালে টিম হাসপাতালে ছদ্মবেশে অবস্থান নিলে রোগীদের সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। সেবা গ্রহণে আগত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। রেডিওলজি ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাটেন্ডেন্ট কর্তৃক টেস্টের জন্য রোগীদের নিকট হতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য গ্রহণ করা হয় মর্মে অভিযানকালে পরিলক্ষিত হয়।
এছাড়াও কতিপয় আনসার সদস্য কর্তৃক রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য অর্থ আদায় করা হয় মর্মে অভিযানকালে টিম জানতে পারে।
পরবর্তীতে উক্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন।
অভিযান কালে সংগৃহীত তথ্যাদি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আরও সংবাদ পড়ুন।
সারাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ – স্বাস্থ্যমন্ত্রী’র
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।