খালেদা জিয়া বাসায় ফিরছেন

Picsart_23-09-04_14-06-49-921.jpg

খালেদা জিয়া বাসায় ফিরছেন

রাজনৈতিক প্রতিবেদকঃ খালেদা জিয়া আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) বিকেলে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। 

গত মঙ্গলবার খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেয়। 

এ বিষয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডামকে বিকালে বাসায় নিয়ে যাওয়া হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেবে মেডিকেল বোর্ড। সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালের মার্চ মাসে সরকারের বিশেষ বিবেচনায় তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। 

গত বছরের গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখন তার লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্তের বিষয়টি সংবাদ সম্মেলনে জানিয়েছিল তার মেডিকেল বোর্ড। তখন থেকে প্রায় দুই বছরে পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে তার।

মেডিক্যাল বোর্ড জানিয়েছে, লিভার সিরোসিসের কারণে অনেক আগেই খালেদা জিয়ার পরিপাকতন্ত্র সংকুচিত হয়ে গেছে এবং এর কার্যক্ষমতা প্রায় নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে তার লিভারে জটিলতা বেড়েছে ও রক্তক্ষরণের ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে।

আরও সংবাদ পড়ুন।

আগামীকাল মঙ্গলবার ও বুধবার দু’দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে – বিএনপি

আরও সংবাদ পড়ুন।

ভোটের মাঠে – সড়কে যান চলাচল কম, চলছে হরতাল – বিএনপি

আরও সংবাদ পড়ুন।

বিএনপি’র ২৩ নেতা ও কর্মী বহিষ্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top