পিরোজপুরে মঠবাড়িয়ায় ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে – দুদকে অভিযান

Picsart_23-12-04_14-16-43-801.jpg

পিরোজপুরে মঠবাড়িয়ায় ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে – দুদকে অভিযান

সাগর চৌধুরীঃ পিরোজপুর থেকে দুদক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে, অভিযোগের বিষয়ে দুদক সরজমিনে যায় এবং জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের সাড়ে নয় কিলোমিটার সড়ক প্রশস্তসহ সাড়ে চার কিলোমিটার সড়ক কার্পেটিংয়ে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, পিরোজপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে দুদক টিম সড়ক ও জনপথ অধিদপ্তর, পিরোজপুর থেকে অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহপূর্বক নিরপেক্ষ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে। সড়কের একাধিক জায়গায় কার্পেটিংয়ের পুরুত্ব পরীক্ষা করে। দুদক টিম টেন্ডার, এস্টিমেশন, নির্মাণ সামগ্রীর ল্যাবটেস্ট, বিল এন্ট্রিসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে।

দুদক টিম আরও জানায়,এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর প্রেরণ করা হবে।

আরও সংবাদ পড়ুন।

এলজিইডির প্রধান প্রকৌশলীর সেখ মোহাম্মদ মহসিন এর অনিয়ম-দুর্নীতি

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

এতটাকা কোথায় পেল প্রকৌশলী নজরুল? জড়িত ভোলা ও বরিশালের ঠিকাদারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top