আমানত ও ঋণের সুদহার বাড়ল আর্থিক প্রতিষ্ঠানে
অর্থনৈতিক প্রতিবেদকঃ ব্যাংকের পর এবার নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ও ঋণের সুদহার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের পর্ষদের অনুমোদনক্রমে আমানতের সুদহার সর্বোচ্চ ৯ দশমিক ৭০ শতাংশ দিতে পারবে।
ঋণ বা লিজের বিপরীতে সর্বোচ্চ সুদ নিতে পারবে ১২ দশমিক ৭০ শতাংশ। আগের চেয়ে দুই খাতেই সুদের হার সর্বোচ্চ দশমিক ৫ শতাংশ বাড়বে। নতুন ঋণ বিতরণ ও আমানত গ্রহণের সময় সুদের এ হার কার্যকর হবে। আগে বিতরণ করা ঋণ ও গ্রহণ করা আমানতের বিপরীতে আগের সুদহারই চলমান থাকবে। তবে ঋণ দেওয়া বা আমানত নেওয়ার ছয় মাস অতিক্রম হলে ওইসব ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করে নতুন সুদহার আরোপ করা যাবে।
এ বিষয়ে আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আইএমএফ-এর চাপে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর নির্দেশনা দিচ্ছে।
বাংলাদেশে ঋণের সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ, এতে ব্যবসা খরচ বাড়ে। তখন পণ্যমূল্য আরও বাড়ে। এতে মূল্যস্ফীতির হারেও চাপ বাড়ে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, সরকারের ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ আড়াই শতাংশ এবং ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ যোগ করে আমানত ও ঋণের সুদের হার নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিমাসে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হার ঘোষণা করবে। এর আলোকে আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের হার নির্ধারণ করবে। তবে কোনো আমানত বা ঋণের সুদহার ছয় মাসের আগে পরিবর্তন করা যাবে না। ছয় মাস পরপর ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে সমন্বয় রেখে আমানত ও ঋণের সুদের হার বাড়াতে বা কমাতে পারবে। ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের নিলাম কেন্দ্রীয় ব্যাংকে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে। এতে যে সুদহার আসে, এর ওপর এক মাসের গড় সুদহার নিরূপণ করা হয়।
আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ২ শতাংশ এবং ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ করত। এখন এ হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে আমানতের ক্ষেত্রে আড়াই শতাংশ ও ঋণের ক্ষেত্রে সাড়ে ৫ শতাংশ করা হয়েছে। বর্তমানে ট্রেজারি বিলের গড় সুদের হার ৭ দশমিক ২০ শতাংশ। এর সঙ্গে আড়াই শতাংশ যোগ করলে আমানতের সুদহার হবে ৯ দশমিক ৭০ শতাংশ। একই সঙ্গে ঋণের ক্ষেত্রে সাড়ে ৫ শতাংশ যোগ করলে সুদহার হবে ১২ দশমিক ৭০ শতাংশ। তবে প্রতিষ্ঠানগুলো এর চেয়ে কম সুদ দিতে বা নিতে পারবে। এর বেশি দেওয়া বা নেওয়া যাবে না।
নতুন করে যেসব ঋণ দেওয়া হবে বা আমানত নেওয়া হবে, ওইসব ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকর কবে। তবে এ সার্কুলার জারির আগে যেসব ঋণ দেওয়া হয়েছে বা আমানত নেওয়া হয়েছে, সেগুলোর সুদহার আগের মতোই থাকবে। ছয় মাস অতিক্রম হলে ওইসব ঋণ ও আমানতের সুদের হার পরিবর্তন করে নতুন সুদ আরোপ করা যাবে। কোনো ক্ষেত্রেই এক দফা সুদ আরোপে ছয় মাস আগে তা পরিবর্তন করা যাবে না। ছয় মাস পর পরিবর্তন করতে হবে। সুদের হার পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই গ্রাহককে জানাতে হবে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।