এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন

Picsart_23-10-01_00-10-40-859.jpg

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলি আখতার হোসেন।

২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে গত ১২ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত কমিটি সভার সুপারিশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. আলি আখতার হোসেনকে প্রধান প্রকৌশলীর শূন্য পদে প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো।

এর আগে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনকে ২৯ সেপ্টেম্বর থেকে অবসর দেওয়া হয়।

মো. আলি আখতার হোসেন এলজিইডিতে একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সমধিক পরিচিত।

একজন দক্ষ প্রকৌশলী হিসাবেও তিনি সুনামের সাথে এলজিইডিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে চাকরি করে আসছেন।

আরও সংবাদ পড়ুন।

এলজিইডির প্রধান প্রকৌশলীর সেখ মোহাম্মদ মহসিন এর অনিয়ম-দুর্নীতি

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি নিয়োগ দিতে বলে এখন বাতিল চায়

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাৎ – দুদকের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top