চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আইজিপি সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন
বিশেষ প্রতিবেদকঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সিনিয়র সচিব মর্যাদা পেলেন। চাকরির মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিতে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি আইজিপি দায়িত্ব পালন করবেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব মর্যাদা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত মোট এক বছর ছয় মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন।
আরও সংবাদ পড়ুন।
বরিশালে আইজিপি-‘নির্বাচন সামনে রেখে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’
আরও সংবাদ পড়ুন।
আইনশৃঙ্খলা রক্ষাকালে চোখে আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ থানার ওসির শয্যাপাশে – আইজিপি
আরও সংবাদ পড়ুন।