ভারতে ইলিশের চালান গেল, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত।
বিশেষ প্রতিবেদকঃ এবারের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাটিয়েছে। এরই মধ্যে ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ রপ্তানি।
দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঠানো ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথম চালান আজ রবিবার পাঠানো হয়েছে।
প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ আজ ভারতে পাঠানো হচ্ছে। বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় এ ইলিশ পৌঁছাবে।
গত ২৫ সেপ্টেম্বর ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে।
আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রপ্তানির নির্দেশনা রয়েছে।
পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। ভারতের আভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ায়, মহারাষ্ট্রের মতো বন্যা কবলিত হওয়ায়, অন্যান্য রাজ্যগুলোতেও পেঁয়াজের জোগান বা সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিলো। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে আজ রবিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের (ডিজিএফটি) পক্ষ থেকে জারি করা হয়।
সরকারি এক ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। তাই এখন থেকে সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।