বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়নে চলছে অবৈধ বাগদা ও গলদা রেনু পোনা ধরা ও বিক্রির মহাউৎসব
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদী থেকে বাগদা ও গলদা রেনু ধরা হচ্ছে। হাজার হাজার প্রজাতীর রেনু পোনা ধ্বংস করা হচ্ছে। অথচ, সরকারি বিধিবিধানে রেনু পোনা আহরন দন্ডনীয় আপরাধ। এ অপরাধে জেল ও জরিমানার উভয় দন্ডে দন্ডিত হবেন।
হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাটের পাশেই শত শত অবৈধ মশারীজাল ফেলে অবাধে নিধন করা হচ্ছে বাগদা ও গলদা রেনু। বেড়ীবাঁধ সংলগ্ন মাঝায় মাছক্রয় করছে স্থানীয় দালালরা।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মির্জাকালু মাছঘাটে অবৈধ চিংড়ি রেনু বিক্রি হচ্ছে, বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস, নৌপুলিশ, স্থানীয় উপজেলা প্রশাসন সবার সামনেই অবৈধভাবে গলদা রেনু পোনা বিক্রী করা হচ্ছে। কেউ কেন ব্যবস্থা গ্রহন করছে না।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, অবৈধভাবে গলদা ও বাগদা রেনু পোনা’র ধরার বিষয়ে জানতে চাইলে আপনি ভোলা জেলা মৎস্য কর্মকর্তার স্যারের সাথে যোগাযোগ করেন।
দেশের জাতীয় সম্পদ এভাবে নষ্ট হচ্ছে, মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এর
বক্তব্য জানতে তিন দিন ফোন করা হলেও তিনি মোবাইলে কল রিসিভ করেন নি। অবৈধভাবে গলদা ও বাগদা রেনু পোনা’র ধরার বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করলে ও তিনি ফোন রিসিভ করেন নি।
আরও সংবাদ পড়ুন।
ভোলায় তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি মাছ জব্দ করেছে – কোস্টগার্ড
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত উদযাপন হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩
আরও সংবাদ পড়ুন।
মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানো সরকারের লক্ষ্য -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী