জেলা জজ ইমান আলী শেখকে প্রত্যাহার

Picsart_23-03-20_07-49-56-533.jpg

জেলা জজ ইমান আলী শেখকে প্রত্যাহার

অপরাধ প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেওয়ার অভিযোগে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ রবিবার (১৬ এপ্রিল২০২৩) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. ইমান আলী শেখকে বর্তমান কর্ম বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

তাকে শেরপুরের জেলা ও দায়রা জজের কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আরও সংবাদ পড়ুন।

৭২ সিনিয়র সহকারী জজ পদোন্নতি পেলেন

আরও সংবাদ পড়ুন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক মিসইউজ ও অ্যাবিউজ দেখেছি – আইনমন্ত্রী আনিসুল হক

আরও সংবাদ পড়ুন।

প্রধান বিচারপতির নির্দেশে – বগুড়ার সেই বিচারক রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top