সাচড়া ইউনিয়নের জমিজমা নিয়ে মারামারি; আহত একাধিক – হাসপাতালে ভর্তী
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাবলু পিতাঃ মোঃ জয়নাল ফকির অভিযোগ করেন, আঃ আলী ফকির পিতাঃ কাজল ফকির, আঃ রাজ্জাক ফকির পিতাঃ আঃ আলী ফকির, মোঃ রাকিব পিতাঃ আঃ আলী ফকির, মোসাম্মদ নূরজাহান স্বামীঃ আঃ আলী ফকির, মোসাম্মদ তানিয়া বেগম স্বামীঃ আঃ রাজ্জাক ফকির, মিতু বেগম পিতাঃ আঃ আলী ফকির এরা পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে দাড়ালো অস্ত্র দিয়ে আমার মায়ের পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়।
আমাদের জমিতে আমরা গিয়েছি। কিন্তু তারা কোনভাবেই আমাদের জমিতে যেতে দিতে চাচ্ছে না।
আমরা এর আইনগতভাবে বিচার চাই।
এদিকে, যাদের নামে অভিযোগ, তাদের কাছে ঘটনা সম্পর্কে জানতে একাধিক বার চেষ্টা করেও সম্ভব হয় নি।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিযোগ কারীর মা,ভাই ও ভাবীকে ভর্তী অবস্থায় হাসপাতালের বেডে দেখতে পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার ওসি’র কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন, মারামারি হয়েছে শুনেছি। তারা হাসপাতালে ভর্তী। আমার অফিসার পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করব।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলে অভিযোগ কারী বাবলুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ করেন।