চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে দুদক, চট্টগ্রাম-১ থেকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি২০২৩) দুদকের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের সমন্বয়ে গঠিত টিম একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম ঘুষ লেনদেনের রেকর্ডপত্র ভিত্তিক প্রমাণ না পেলেও অসাধু চক্রের উপস্থিতি পায় এনফোর্সমেন্ট টিম।
অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের সমন্বয়ে গঠিত টিম জানতে পারে, অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন প্রক্রিয়া সম্পাদন হয়।
রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, এসময় টিম অভিযোগ বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে। অচিরেই কমিশনে দাখিল করবে।