বোরহানউদ্দিনের বিভিন্ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ স্কুলে অনুপস্থিত

Picsart_23-01-04_23-21-30-714.jpg

বোরহানউদ্দিনের বিভিন্ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ স্কুলে অনুপস্থিত

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে অনুপস্থিত। বিভিন্ন অজুহাতে তারা স্কুলে অনুপস্থিত থাকেন।

আজ সোমবার (২৩জানুয়ারী২০২৩) সকালে বিভিন্ন স্কুলে ঘুরে শিক্ষকদের পাওয়া যায় নি।

বোরহানউদ্দিন উপজেলার প্রথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি আগেও জানানো হয়েছে। কিন্তু তিনি কি পদক্ষেপ নিয়েছেন?

কেউ স্কুলের ক্লাসে থাকবেন। কেউ থাকবেন না বিষয়টি খুবই আপত্তি জনক। এতে শিক্ষার মান ও সৌন্দর্য হানি হচ্ছে।

বোরহানউদ্দিন উপজেলার সচেতন অভিভাবক মহল বলছে, বোরহানউদ্দিন উপজেলা প্রথমিক শিক্ষাকর্মকর্তা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না। তিনি নিজেকে সৎ ও নিষ্ঠাবান দাবী করলেও বিভিন্ন স্কুলের শিক্ষকগন তাকে ম্যানেজ করেই স্কুল ফাঁকি দিচ্ছেন।

ভোলা জেলার প্রথমিক শিক্ষা কর্মকর্তার সুনাম থাকলেও শিক্ষকদের স্কুলে না পেয়ে অভিভাবকগন জেলা শিক্ষা কর্মকর্তাকে দোষ দিচ্ছেন। প্রশ্ন করছেন – স্কুলের শিক্ষকরা স্কুলে না থাকলে এর দায় ভোলা জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এড়াতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top