পুলিশ সুপার ব্যারিস্টার জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসর পাঠানো হলো
বিশেষ প্রতিবেদকঃ চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশের আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ওই পুলিশ সুপারের নাম ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে অবসরে পাঠানো হয়। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
আদেশে বলা হয়েছে- ‘জনস্বার্থে’ পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত কমান্ড্যান্ট জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারের মোট ৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও পাঁচজন পুলিশ সুপার।
আরও সংবাদ পড়ুন।
পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি -‘থানার সেবার মান আরও বাড়াতে হবে’