বাংলাদেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

Picsart_22-08-17_17-29-51-095.jpg

বাংলাদেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিবেদকঃ কারাবন্দিদের চিকিৎসা দিতে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সব কারাগারে চিকিৎসকদের শূন্যপদে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিনের দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ মৌখিকভাবে এই আদেশ দেন।

এ বিষয়ে পিটিশনকারী জে আর খান রবিন দ্য গণমাধ্যমে বলেন, ‘৬৮টি কারাগারে মাত্র ৪ জন চিকিৎসক রয়েছেন। যেখানে ৮৩ হাজার কারাবন্দি আছেন।’

কারাগারগুলোতে চিকিৎসকের মোট ১৩৭টি পদ এখনো শূন্য রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top