জমি দান করেও আমন্ত্রণ পায়নি জমিদাতার পরিবার; ক্ষোভ ফুঁসছে স্থানীয়রা
বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর২০২২) ঢাকার ধামরাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমদ এমপি,ঢাকা -২০। কিন্তু জমিদাতার পরিবারের খোঁজ তিনিও নেননি বলে অভিযোগ স্থানীয় ভূমি মালিকদের।
বর্তমানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি দান করার পরও ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি জমিদাতার পরিবারের কেউ। এমনি অভিযোগ করেন, ভূমি মালিকের পরিবারের সদস্যরা।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন বৃহস্পতিবার।
এ সাব-রেজিস্ট্রার অফিস প্রতিষ্ঠার জন্য বর্তমান বাজার মূল্যে প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা মূল্যের জমি দান করেন জবেদ আলী মাতাব্বর। প্রয়াত জবেদ আলী মাতাব্বরের পরিবারকে এ নবনির্মিত সাব-রেজিস্ট্রার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ওই জমিদাতার পরিবারের সদস্যরা চরমভাবে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
জমিদাতা কালামপুর গ্রামের মো. জবেদ আলী মাতাব্বরের ছেলে মো. ইউসুফ আলী ভেণ্ডার বলেন, আমার বাবা সাব-রেজিস্ট্রার অফিসের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের অনুরোধে সরকারকে ২৫ শতাংশ জমি দান করেন। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি হবে। অথচ আজ আমাদের কোনো মূল্যায়ন নেই।
বিষয়টি জানতে আমরা মুঠোফোনে যোগাযোগ করেছিলাম, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এর
সঙ্গে, তবে তিনি ফোন রিসিভ করেন নি।
আরও সংবাদ পড়ুন।
কালামপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন