কুরবানির পশুর হাট পরিদর্শনে বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিনে ঈদ-উল আযাহা উপলক্ষে কুরবানির পশুর হাট পরিদর্শনে বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম।
বোরহানউদ্দিনে উপজেলার কুতুবা ইউনিয়নের রানীগঞ্জ বাজারের পশুর হাট বসে বাটামারা সরকারি প্রথমিক বিদ্যালয়ের খোলা মাঠে। করোনা কালিন সময়ে উম্মুক্ত স্থানে পশুর হাটের শৃঙ্খলা, নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত।
ঈদ-উল আযাহা উপলক্ষে কুরবানির পশুর হাটে জাল টাকা সনাক্ত করন, পকেট মার, ছিনতাই, প্রতিরোধে বোরহানউদ্দিন থানার একটি চৌকসটিম দায়িত্ব পালন করেন। টিমের প্রধান এস আই আলতাফ,পুলিশ সদস্য মোঃ শাহরিয়ার, মোঃ নাজমুল হাসান।
কুতুবা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মোম্বার কামাল পন্ডিত রানীগঞ্জ বাজারের পশুর হাট ইজারাদার। তিনি বলেন, পবিত্র কুরবানির হাটে পশু বিক্রী হয়েছে অনেক কম।
ঈদ-উল আযাহা উপলক্ষে কুরবানির পশুর হাট পরিদর্শনে এসে বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম বলেন, পশুর হাটের শৃঙ্খলা, নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত। আশা করি সবাই আনন্দে ইদ উদযাপন করবেন।