ঘুঘু – শাহানা সিরাজী
আব্বার ভিটায় চরবে ঘুঘু বলছে বাড়ির হইন্নি
আম্মার ঢেঁকি না পাড়িয়ে মিলেনি তো সিন্নি!
সিন্নি খেয়ে হয়েছে মাংস এখন নাকী বৈরাগী
বৈরাগীরা খেলছে খেলা আমরা নাকি বিবাগী!
দলিল যার জায়গা তার হাইকোর্টের হুকুমজারি
হইন্নি লোক্কা মন্না বেলা তোরা তো কেবল জুলুমকারী
তোদের সাথে জোট বেঁধেছে বজ্জাত এক সরকারি
দেশের আইন হাতে নেয়া এদের বলে দেশদ্রোহী!
দশ শনিতে এক হলে জ্বালবে আগুন হনুমান
লঙ্কা যেমন পুড়েছিলো জ্বলবি তেমনি সোলেমান!
মসজিদ জুড়ে ফ্যানের হাওয়া লাগে যাদের গায়ে
তারাই একদিন ঢালবে ডিজেল লোক্কা তোদের নায়ে!
আজীবন খেয়েছিস খুদ আম্মার পাশে বসে
এখন খাস ইবলিশের পা চেটে ইট সুরকি ঘেঁষে
দুবেলাতে দুমুঠো ভাত পাস না তোরা এখনো
শয়তানকে না চাটলে চলবে না তোদের কখনো!
যাচ্ছি দেখে যাচ্ছে লড়ে যাচ্ছে টাকা হাজারে
তবুও আমরা নয়তো দালাল ঘুষের টাকার বাজারে!
আব্বার ভিটায় নাচতে থাক,ল্যাংটা উদোম সেই ভাবে
তোদের সাপে খাবে তোদের ক্ষুধা তোদের যাবে না যে!
তিন প্রজন্ম পার হচ্ছে দেখিসনি তো আলো
স্কুল কলেজ কাটে ভেঙছি মনটা তোদের কালো।
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক