দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২১ জেলে আটক
দৌলতখান প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলায় ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে মেঘনা নদী থেকে ২১ জেলেকে আটক করছে উপজেলা মৎস্য অফিসার।
১৪ মার্চ২০২২ সোমবার ভোলার দৌলতখান মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ২১ জেলে, ৪ টি মাছ শিকারের নৌকা ও ৩২ হাজার মিটার জাল জব্দ করেছে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন।
আটক ২১ জেলের মধ্যে ১৮ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, চারটি নৌকা স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রেখে, ৩২ হাজার মিটার জাল আগুনে পুড়ে ধ্বংস করে ফেলা হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ তারেক হাওলাদার মোবাইল কোর্টের মাধ্যম তাদেরকে জরিমানা করে জব্দ কৃত ৩২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। ইলিশের অভয়াশ্রমের এই অভিযান ৩০শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।