ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নরের নতুন রূপ জেলা প্রশাসক – হাইকোর্টের বিচারপতি

Picsart_22-01-22_17-15-26-293.jpg

ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নরের নতুন রূপ জেলা প্রশাসক – হাইকোর্টের বিচারপতি

আদালত প্রতিবেদকঃ বর্তমান জেলা প্রশাসক ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের নতুন রূপ বলে মন্তব্য করেছেন হাইকোর্টের একজন বিচারপতি।

মঙ্গলবার কক্সবাজারের একটি বাজারের ইজারা সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে হাইকোর্টের একটি বেঞ্চের সভাপতিত্বকারী বিচারপতি মামনুন রহমান এ মন্তব্য করেন।

বেঞ্চের আরেক বিচারপতি হলেন বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান।

বিচারপতি মামনুন রহমান বলেন, জেলা প্রশাসকই (ডিসি) একটি জেলার সর্বেসর্বা। এমনকি, অনেক সংসদ সদস্যও ডিসিদের ভয় পান।

ইজারাদার নুরুল ইসলামকে রামুতে বাজার ইজারা দিতে দেরি করায় কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে কক্সবাজার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।

কক্সবাজারের ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামুর সহকারী কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী নুরুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খোন্দকার ও মার-ই-য়াম খোন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top