অনুভব – শাহানা সিরাজী

Picsart_22-02-11_23-43-12-867.jpg

অনুভব – শাহানা সিরাজী

শরাবশূন্য পাত্র হাতে সাকির কী দাম আছে!
ফোরাতের তীরে রক্তের নহর
পান করবে কোন সাহসে!
হোসাইন যেখানে হারিয়েছে শির
তৃষ্ণা কেন জাগে সেখানে!


মেঘ ঝরে পড়ো না
খানিকটা ঝুলে থাকো
রুক্ষমাটি,গনগনে আকাশ আর উত্তাল ঢেউয়ের মুখোমুখি দাঁড়াতে হবে।
কিছু রেখে দাও কাঙাল বাতাসের জন্য
শকুন দেখে ভয় পেয়ো না
ওরা জঞ্জাল সাফ করে!


পথ কখনো ফুরোয় না
বুনোলতার হাসিও থামে না-

কোথাও ছায়া কোথাও জল
কোথাও বা বাতাস একটু শীতল

একেবারেই ঝরে গেলে
শীতল বাতাস কে দেবে!


প্রাপ্তিগুলো শূন্যতায় হারায়
যখন দেখি অনুরণনবিহীন অস্তিত্ব।
সব জায়গায়ই বুনোলতার বাস
অথচ ফ্লাওয়ারভাজে স্থান !

এমন বুনোলতায় প্রাণ দিতে গিয়ে
গোলাপকে মেরো না, মেঘ!


প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে চলতে চলতে দেখলাম
বিকেলের রোদ অবসন্ন
খানিকটা উদ্ভ্রান্ত বাকিটুকু উদোম শিশুর অবোধ আনন্দ!
এখানে হওয়ার কথা জাফরান ফুলের অবাধ চাষ, নজরুলের গানের মতো তুখোড় রাগ-রাগিনীর মেলা
অথচ নির্জন, নির্জনতা মীর্জা গালিবের কবিতা জুড়ে!

যে বালিকা পতাকা হাতে সীমানা নির্ধারণ করার কথা
সে বালিকা পতাকাবিহীন অসীম পরিসীমা..


গতিই বেঁচে থাকা
গতিহীন প্রতিবিম্ব কেবলই ভাঙাচোরা গাড়ি!
দেহের আভ্যন্তরীণ ভাষা সূর্যের সাথে কথা বলে।
কত সৌরবর্ষ পার হলে মিলে একটি জনম, যে জনমে পীথাগোরাসের উপপাদ্য মিলে?
প্রিয় মেঘ, ডানায় ভর দাও
সামনেই হিমালয়-
চোখ -কান খোলা রাখো
মিশরীয় ইতিহাস আবার চাই না
চাই এক বিন্দু আলো
যাতে প্রতিচ্ছবি স্পষ্ট হয়!


প্রার্থনায় রাখো সুহৃদ বন্ধুগণ
আজ দিন খুব অস্থির
খুব এলোমেলো বিষন্ন
পদ্মাবতী, মেঘদূতের আশায়
সদর দরজায় একা
দাঁড়িয়ে…


ভুলে যেও না একদিন মালঞ্চের ডানায় গাঢ় শ্বাস ঘুম ভাঙাতো চঞ্চল প্রজাপতির
একদিন ছাতিমের ফুলের মতো সন্ধ্যাকে রাখতো মাতিয়ে….

সময়ের নিষিদ্ধ পোশাকে আবৃত মানুষ ভুলে যায় জন্মবৃত্তান্ত
অবুঝমেঘ তখনো ভেসে বেড়ায়
কার বাগানে প্রাণ দেবে!

১০

বেতকাঁটাভালোবাসায় ভেসে ফিরে যদি আসি প্রাণ ভরে ঘৃণা করো
যদি না ফিরি তবে একটি কেবল দীর্ঘশ্বাস ছাড়ো

১১
দহনে দহনে মননে যতনে
যতো না রাখি লুকিয়ে
তারো বেশি প্রকাশিত
উদয়কান্তরবি শরণে…

১২
গলিত চোখ-ঠোঁট-চুল হতেই নবাকৃতির মোহ ডানা মেলে আঁধারের রাতে-
উড়িয়ে নেয় কুড়িয়ে নেয় জন্মান্তরের রূপ-রেখা
তুমি আমি একই গ্রহের একই দ্রোহের
সম্মিলিত সমারোহ
কোথায় যেন ছন্দঃপতন
কোথায় যেন অহংকারের অচ্যুত ভাঁজ
সরিয়ে রাখে ভৃত্যসমাজের উদ্ভট ভূগোলে!

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top