রানীগঞ্জে সরকারী খাল দখল করে ভবন তৈরী’র পিলার তুলছে; ঘুষের টাকায় নিচুপ ভূমি কর্তা
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদের রানীগঞ্জ বাজার সংলগ্ন চৌমাথায় সরকারের আইন অমান্য করে, প্রবাহমান খাল দখল করে ভবন তৈরির জন্য কংক্রিটের পিলার তৈরী করা হয়েছে।
স্থানীয় কুতুবা ইউনিয়ন ভূমি অফিসের মাত্র ৩০০ গজ সিমানার মধ্যে এমন অবৈধ স্থাপনা হলেও চোখ বন্ধ করে বসে আছেন তারা।
স্থানীয় মানুষ গণমাধ্যম কর্মীদের বেশ উল্টাপাল্টা প্রশ্ন করছেন! কেউ বলছে ভূমি অফিসের মত
আপনারাও ঘুষ খাইছেন! আর না হয় খাল দখলের সংবাদ প্রকাশ করছেন না কেন?
সরকারী খাল দখল সরকারের আইনে অপরাধ। সরকারি আইনে এর শাস্তি কঠিন। যা জেল ও জরিমানার বিধান রয়েছে।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, রানীগঞ্জ বাজারের ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ আর্থীক লেনদেনের কারণেই ভূমি অফিসের লোকজন দেখেও না দেখার ভান করছে।
এর আগেও ইউনিয়ন ভূমি অফিসের দূর্নীতিগ্রস্থ কর্মচারীরা ঘুষের টাকা নিয়ে সরকারি জমি বেহাত করেছেন। যা ইতোমধ্যে স্থানীয় মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে…