তজুমদ্দিনে প্রাণিসম্পদ হাসপাতালের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
উপজেলা প্রতিনিধিঃ ভেটেরিনারি হাসপাতাল (পশু হাসপাতাল) কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র সরকারের দুর্নীতির ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার (ডেইরি) ফার্ম ও গরু খামারীরা।
অভিযোগ বলা হয়, নিয়মিত অফিস না করে বরিশালে সপরিবারে অবস্থান করছেন ডা. পলাশ চন্দ্ৰ সরকার। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে এক বছরে খামারীদের প্রায় ২০টি গরু মারা গেছে।
হাসপাতালের ৩০ টাকার গরু প্রজনন টিকা নেয়া হচ্ছে ৫০০ টাকা, বাড়ি বা খামারে গিয়ে টিকা দিলে আদায় করেন ১৫শ থেকে দুই হাজার টাকা।
ডা. পলাশ চন্দ্ৰ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক লেখা লেখি হচ্ছে।
রেজিস্ট্রেশনভুক্ত খামারীদের সরকারি সুযোগ-সুবিধা না দিয়ে নিয়ম বহির্ভূত কাজ করেন।
প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র সরকারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমার উপস্থিতি অনুপস্থিতি থাকার বিষয় আমার কর্তৃপক্ষ দেখবেন, আপনারা নয়।
তবে,আমরা ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিৎ মন্ডলের কাছে তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খামারীদের অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হবে।