প্রাথমিকের জন্য ডিপিইর নতুন নির্দেশনা

Ban_Govt4.jpg

প্রাথমিকের জন্য ডিপিইর নতুন নির্দেশনা

শিক্ষা প্রতিবেদকঃবাঙালির গৌরবের দিন। মহান বিজয় দিবস। দিনটি উদযাপন উপলক্ষে সারাদেশেই পালিত হবে নানা কর্মসূচি। আর এসব কর্মসূচির সূচনা হবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

তবে এবার মহান বিজয় দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ নতুন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কোনোক্রমেই পুরোনো পতাকা উত্তোলন করা যাবে না।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন জাতীয় পতাকা (বিধি মোতাবেক সঠিক মাপ ও রঙের) উত্তোলন করতে হবে। কোনোক্রমেই পুরোনো পতাকা উত্তোলন করা যাবে না।

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব অফিস এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণে এ শপথ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করে শপথ বাক্য পাঠ করবে। শিক্ষার্থীরা ছোট আকারের (১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চি) জাতীয় পতাকা হাতে নিয়ে নির্দিষ্ট ডিজাইনের মাস্ক পরে শপথে অংশ নেবে বলে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top