সারথী – শাহানা সিরাজী
ভেজা এক সকাল কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ায়
যেতে হবে বহুদূর –
মুকুলিত, মুখরিত ভেষজনারী কুন্তলে গাঁথে বৈষ্ণব জুটি
মোহনায় জমে থাকা জীর্ণশীর্ণ তারুণ্য
ক্লান্ত স্বরে ডাকে, ঘুরে দাঁড়াও,পেঁচার ডাক উপেক্ষা করে দরজা খুলে দাও
উত্তাল সাগর আছাড়ি পিছাড়ি দিগন্ত রেখা আঁকে
ফিরে দেখো, দিগম্বরাকাশ চলতি দায়িত্বে
শীর্ষ বিন্দু এঁকে উপপাদ্য প্রমাণ করে!
আমিও তেমনি ছলোছলো বনবিবাগী
নতুন সুর বাঁধি
হবে কী আমার সুরের সারথী?
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।