ঝুঁকিপূর্ণ ভালোবাসা – আমিনুল ইসলাম
কবি, আমি জানি, খরায় মরে যায়
বীজের ভবিষ্যত,
শুকিয়ে যেতে পারে
মাটিভেদী বাসনাও!
তবু আপনি ধরে রাখুন উর্ধ্বমুখি দৃষ্টি;
আর আপনিই বলুন–
এমনকি আত্মার এই কুয়ায়নের যুগেও
এমনটা কি হয় কখনো—
উদীয়মান বিটপী তার পাখি-ডাকা
বিকাশ গুটিয়ে
স্বেচ্ছায় হয়ে গেছে পালিত বনসাই!
শাহানা সিরাজীর সন্ধ্যারঙের এসব সন্দেশ
গ্রহণ করবো কি নিা,
তা ভাবতে গেলেই
ফ্ল্যাশব্যাকে ফিরে আসে
বৃত্তাবদ্ধ স্বাধীনতা
আর অগ্নিযুগের নিউক্লিয়াস হয়ে
চাপ দেয়— ঝুঁকিপূর্ণ ভালোবাসা !
কবি আমিনুল ইসলাম
অতিরিক্ত সচিব
মহাপরিচালক সমাবায় অধিদপ্তর।