মহাত্রাস – শাহানা সিরাজী

PicsArt_09-01-01.11.34.jpg

মহাত্রাস – শাহানা সিরাজী

মাথা কেন নষ্ট পথ কেন ভ্রষ্ট
চারদিকে কষ্ট দেখি না যে পষ্ট
মুণী ঋষি কই কই ডেকে যাই পই পই
পাই না যে সাড়া তার সব কেন ছারখার…

সব কেন ছারখার কেবা আপন কেবা পর!

কে সেই হনুমান চিৎকারে রাবণ
কে সেই অর্জুন খাণ্ডবদাহন
কে সেই জাফর পলাশীর প্রান্তর
কে সেই ঘসেটি চুরমার আশাটি

চুরমার আশাটি জনমের খোসাটি!

অহেতুক ঝামেলায় চাই না যে যেতে হায়!
অকারণ বোধনে দুচোখের রোদনে
কত কত নদীতল চলে গেলো রসাতল
কত কত উপহাস করে গেলো হাঁসফাঁস

করে গেলো হাঁসফাঁস জীবনের মহাত্রাস!

গুলজারি রতনে তপস্যার যতনে
হাট-বাজার একাকার কুলহারা সে পাথার
দেখি তাই আছে ছাই উড়াতে মানে নেই
ঝড় শুধু ঝড় নয় মন শুধু জলময়

মন শুধু জলময় অশত্থের বরাভয়!

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সিগঞ্জ
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top