ভোলায় জেলেদের সরকারি চাল উদ্ধার

PicsArt_06-22-04.34.42.jpg

ভোলায় জেলেদের সরকারি চাল উদ্ধার

জেলা প্রতিনিধিঃ ভোলার এক চালের আড়ৎ থেকে জেলে পুনর্বাসনের সরকারি ৫শ’ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের চাল ব্যবসায়ী জসিম উদ্দিনের সবুজ টেডার্স নামে দোকান থেকে এ চাল জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা হয়নি।

শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা খাদ্য কর্মকর্তার সাথে অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনের ওই চালের আড়ৎ থেকে ১০ বস্তা ভর্তি ৫শ’কেজি চাল জব্দ করি।

তিনি জানান, জব্দকৃত চাল খাদ্য কর্মকর্তার কমল দে কাছে হস্তান্তর করা হয়েছে।

সবুজ ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন জানান, এওয়াজপুর ইউনিয়নের মো. মঞ্জুর নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এ চাল কিনেছেন। ওই ব্যক্তি তার কাছে এ চাল ৩৮ টাকা কেজি দরে বিক্রি করে।

মো. মঞ্জুর বলেন, “আমি আজ দুপুরের দিকে এওয়াজপুর ইউনিয়নের জেলেদের কাছ থেকে এ চাল কিনেছি। পরে শশীভূষণ বাজারের ব্যবসায়ীর কাছে ওই চাল বিক্রি করেছি।”

এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, তিনি সকালে খাদ্য গোডাউন থেকে চাল এনে দুপুর ১টা পর্যন্ত তার ইউনিয়নের ৫৬১ জন জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

“চাল বিতরণের আমার কোনো অনিয়ম নেই। তবে জেলেরা যদি ইউনিয়ন পরিষদ থেকে তাদের নামে বরাদ্দকৃত পুনর্বাসনের চাল নিয়ে এসে বাইরে বিক্রি করে দেয় সেটা আমার কিছু করার নেই।”

চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার আল নোমান জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top