দৌলতখানে অবৈধ মশারি জাল পুড়িয়ে ধ্বংস; ট্রলার জব্দ
দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে অবৈধ চরঘেরা বিপুল পরিমাণ মশারি জাল,ইলিশের ঝাটকা (ইলিশ পোনা), ডুবো চরে মশারি জালের ফাঁদ পাতার ১০০ খুটি ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে
দৌলতখান উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার উপজেলার চরপাতা ইউনিয়নের সুবেদার মোড় এলাকার রিপন মিয়ার মাছঘাটে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এগুলো জব্দ করেন। সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ অবৈধ চরঘেরা মশারি জাল ও খুটি আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এসময় জব্দ করা চাপিলা ইলিশ বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয়।
দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসান জানান, অবৈধ চরঘেরা একটি মশারি জাল, ১০০ খুটি, একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৬০ কেজি চাপিলা ইলিশ (ইলিশ পোনা) বিক্রি কালে জব্দ করা হয়েছে। এতে কাউকে আটক করা যায়নি। জব্দ ইঞ্জিন চালিত ট্রলার সংশ্লিষ্টদের কাছে রয়েছে। যা বিধি মোতাবেক নিলাম করা হবে।’